জেলে সাজা পায় নিরীহ অবোধ আইন

0
491
কাজলশোভিত তৃষিত চোখের নেশা
কবিতায় তার বলব গোপন কথা
আঁচলশোভিত ললিত শাড়ির ভাঁজে
সবই তাই তার এ প্রেমের বিহ্বলতা।
লাল আবিরের বেলা ছিল মাঠে পথে
ছিল মেলাময় বিশ্বাস ব‍্যূহবাণী
শালপিয়ালের মেঘাগমে মেঠো বৃষ্টি
নিল জেলাময় শস্যশপথ মানি ।
তেলেভাজা বেচে পথপাশে উনোনজ্ঞ
বিজ্ঞজনের কথায় সেবিত শ্লোক
জেলে সাজা পায় নিরীহ অবোধ আইন
অজ্ঞজনের বুকে সশ্রম শোক !
গুচ্ছিত গানে কই সেতারের স্বপ্ন ?
কবি তুমি দ‍্যাখো ; পৃথ্বীর পাখি কাঁদছে
উচ্ছ্বিত ঊষা ধ্বস্ত বোমায় ভগ্ন
ছবি দ‍্যাখো উফ্ ! কান্নাতে মা রাঁধছে!
স্বদেশ বলতে প্রেম প্রীতি প্রিয় বিশ্বাস
স্বদেশ বলতে মায়ের মুক্তোহাসি
স্বদেশ বলতে জীবনানন্দী নদী
স্বদেশ বলতে চাঁদধোয়া ফুল রাশি !
এসব কথার মিল নাই জানি এদেশের
দুধাতুর শিশু ঘৃণিত পুঁজির লাশ
সেসব কথার মিল নাই জানি স্বদেশের
ক্ষুধাতুর বুকে নেই জীবনের  রাশ ।
কবি পরিচিতি : তারাশংকর চক্রবর্তী

বিঃ দ্রঃ লেখাটি ফেব্রুয়ারী ,২০২০, “মাসিক জনপ্রিয় লেখনী” প্রতিযোগিতার অন্তর্ভুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here