মাসিক গল্প লেখনি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

1
1315

বিঃ দ্রঃ এই প্রতিযোগিতা আপাতত বন্ধ আছে।

মাসিক গল্প লেখনি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

মার্চ ,২০১৯

“মন ও মৌসুমী ” দ্বারা আয়োজিত প্রথম মাসিক গল্প লেখনি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।
“মন ও মৌসুমী ” টীম , এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব প্রতিযোগির প্রচেষ্টার প্রশংসা করে । আমরা যতটা সম্ভব নিরপেক্ষভাবে এন্ট্রিগুলিকে বিচার করার চেষ্টা করেছি এবং এর সমস্ত ক্রেডিট আমাদের সম্মানিত জুরি সদস্যদের কাছে যায়, যারা তাদের বহুমূল্য সময় দিয়েছেন।

     বিষয়  প্রতিযোগির নাম লেখনি  অবস্থান 
 ছোট গল্প – বিজয়ী সঞ্জয় ভট্টাচার্য পুস্প-বিস্ময় পদ্মপুকুর রোড , কলকাতা
 উল্লেখ্যযোগ্য/প্রশংসনীয় অংশগ্রহণকারীদের নাম
রাণা চ্যাটার্জী

মিসবা তুহিন

মোঃ জুবায়ের ইবনে কামাল

 

আজান

লাকী ড্র

প্রত্যাশার পূর্ণতা

শ্রীপল্লী,বর্ধমান(পূর্ব),ভারত

জামালপুর,দেওয়াগন্ঞ্জবাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বাংলাদেশ।

 

সঞ্জয় ভট্টাচার্য, “মন_ও_মৌসুমী” র মাসিক গল্প লেখনি প্রতিযোগিতার (মার্চ,২০১৯) বিজয়ী , আমাদের সাথে একটি ছবি শেয়ার করেছেন।
ধন্যবাদ সঞ্জয় ভট্টাচার্য ছবিটি পাঠানোর জন্য।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here