ভালোবাসা সত্যি আদায় করা যায় না
পুড়ে মরা অনেক সহজ
বিষপান অমৃতের মতো
চোখের জলের বাষ্প ঘনীভূত-
তবু ভালোবাসা আদায় করা যায় না।
দেখো সেদিন জোনাকি ছিল রাতের আকাশে
শুকতারা দেখছিলাম-
ধূমকেতু হয়েছিল প্রেম
আর আগ্নেয়গিরি হয়েছিল এই মানবী
তবু হুল ফুটিয়েছিলো কারা যেন-
কারণ ভালোবাসা আদায় করা যায় না।
রাধা তো প্রেমিকা ছিল
কৃষ্ণচূড়ার ফুলে লাল ছিল আকাশ
আগুন পাখি এসেছিল খেলতে
বহ্নিশিখার আগ্রাস থেকে মন কে বাঁচাতে
পাগল হাওয়ার সাথে পাখা মেলে ভাসতে
কিন্তু তবু শত নিবেদনের মাঝেও-
ভালোবাসা আদায় করা যায় না ।।
নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি।“
সত্যি ই চরম সত্যি
ভালোবাসা আদায় করা যায়না।
ভালোবেসে জিতে নিতে হয়।…..মুগ্ধ পাঠ।
Khub bhalo laaglo…nilanjana
Khub sotti
বেশ সুন্দর লিখেছিস… 💖👌
Thik bolechhis re…….