চরম সত্যি

6
3118
Photo : xdesktopwallpapers.com

ভালোবাসা সত্যি আদায় করা যায় না
পুড়ে মরা অনেক সহজ
বিষপান অমৃতের মতো
চোখের জলের বাষ্প ঘনীভূত-
তবু ভালোবাসা আদায় করা যায় না।
দেখো সেদিন জোনাকি ছিল রাতের আকাশে
শুকতারা দেখছিলাম-
ধূমকেতু হয়েছিল প্রেম
আর আগ্নেয়গিরি হয়েছিল এই মানবী
তবু হুল ফুটিয়েছিলো কারা যেন-
কারণ ভালোবাসা আদায় করা যায় না।
রাধা তো প্রেমিকা ছিল
কৃষ্ণচূড়ার ফুলে লাল ছিল আকাশ
আগুন পাখি এসেছিল খেলতে
বহ্নিশিখার আগ্রাস থেকে মন কে বাঁচাতে
পাগল হাওয়ার সাথে পাখা মেলে ভাসতে
কিন্তু তবু শত নিবেদনের মাঝেও-
ভালোবাসা আদায় করা যায় না ।।

 

নীলাঞ্জনা সরকার Nilanjana Sarkar

নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি।“

6 COMMENTS

  1. ভালোবাসা আদায় করা যায়না।
    ভালোবেসে জিতে নিতে হয়।…..মুগ্ধ পাঠ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here