আমি আবার বলবো
সেই সব হারানো নীরব ছুঁয়ে যাওয়া কথা।
যে গুলো আমার মনের পাতায় লুকিয়ে
আছে ঝিনুকের ভিতর।
তাও আমি বলবো তুমি আমার।
তুমি সেই হাসি
যার টানে আমার ঘরে ফেরা
তবে বার বার মনে পরে
সেই দিনের কথা।
যখন সে দিন গুলো সাদা-কালো
পৃথিবীর মধ্যে ভেসে ওঠে আমার নয়নে
তখন মনে হয়
আমি নেই , আমি নেই
আমি ভেসে যাচ্ছি —
দুহাত বাড়িয়ে বলছি
ধরো –ধরো
তুমি বললে ,
তুমি আমার আকাশ
আমার ঝঞ্ঝার পরশায়।
আমি বড় একা।
সেই সবুজ ঘাসের পাতায় লেখা আছে
কত যে কথা কত যে কাহিনী
তবে কেন
বারে বারে মনে পরে সেই হারানো দিনের অতীত।
মনে পরে সেই স্তব্ধ বালিরাশির ঢেউ
পবন ও উড়িয়ে নিয়ে যায় তাদের
দূর-দূরান্ত স্থানে।
তারা যে কিছু বলতে চায়
তাদের সেই কান্নার শব্দ
রাত নিঝুম প্রহরে
আমার কানে ভেসে উঠলো।
আমি ছটপট করে উঠলাম
কোথায় ….. কোথায়…
এমন পাগল করা শব্দ
আমাকে যেন ডাকছে
বলছে
বাঁচাও …. বাঁচাও ….
আমায় আবার বলবো
সেই সব ফেলে আসা স্মৃতিগুলো
যেগুলো সবুজ ঘাসের পাতায় লেখা আছে
আর আমার মনের পাতায়।
তাই আমি চললাম
আমার কথা ও কাহিনী নিয়ে।
কবি পরিচিতি : রিয়া মন্ডল
বিঃ দ্রঃ লেখাটি মন_ও_মৌসুমী র #ত্রিমাসিক_লেখা_প্রতিযোগিতার (জানুয়ারি ,২০১৯) এর একটি Entry .
ফলপ্রকাশ জানুয়ারি ,২০১৯ এর দ্বিতীয় সপ্তাহ , পড়তে থাকুন -যোগাযোগ বজায় রাখুন #মন_ও_মৌসুমী র ওয়েবসাইট এর সাথে।