দেশ বলতে আমাদের দেশ
এখন আর কেউ বোঝে না।
দেশ বলতে বোঝে
আমার দেশ তোমার দেশ তাঁদের দেশ।
দেশের ভিতরও যে এতগুলি দেশ আছে
তার আভাষ থাকলেও প্রকট ছিল না কোনো দিন।
প্রত্যেকের দেশ এখন বিপন্ন
শঙ্কিত প্রত্যেকেই।
নিরাপদ নয় কেউ আর।
নিরাপত্তা নেই কোথাও।
দেশের ভিতর দেশে দেশে বিদ্বেষের বীজ
সানন্দে বপন করছে যারা
একদিন তাঁদের দেশও দিশাহীন হবে।
দেশ আবার দেশের মতই হবে।
এখানে নিরাপদে ভূমিষ্ঠ হবে সন্তান।
নিশ্চিন্তে নিদ্রা যাবে পিতামাতা।
সবার দেশ মিলেমিশে
প্রত্যেকের দেশ দ্বেষ ভুলে
দেশ বলতে দেশকেই বুঝবে।

কৃষ্ণ বর্মন
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941