মনে থেকে যায়

0
1354
Photo : Deccan Chronicle

হাসিটা বড্ড তীক্ষ্ণ ছিল
ঠিক যেন তীরের মতো
ছুটে এসে লাগলো ,বটে
বুকের মাঝ বরাবর। ।

দুপুর ছিল, না, রাত
হয়তো পেরিয়ে যাওয়া প্রভাত।
হাসি ছিল ,থাকবে ,আর
আঘাত হানবে সজোর। ।

কটাক্ষের হাসি মিলিয়ে যায়,
ভুল ভাবনায় ভুলে যাবো
তাকে,মন –স্বপ্ন-প্রেম
সব যেন আপোষ হচ্ছে । ।

যদি ভেবে থাকো স্মৃতির
অতলে, ঘোলা জল হয়ে ,
গুলিয়ে গেছে,”ভুল তোমার”।
মনে সে আজও আছে। ।

মৌসুমী
#মন_ও_মৌসুমী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here