শত যোজন দূরে
আলোকবর্ষে ছায়াপথে
পদচিহ্ন এঁকে যাই আমি।
কোলাহলে মুখরিত রাজপথে
জনসমুদ্রে সিক্ত হোক
আমার প্রতিবাদী ভাবনা।
গ্রহ থেকে গ্রহান্তরে বিষ্ফোরন
ঘটে যাক অসংখ্য শব্দের।
জ্বলন্ত উল্কা পিণ্ডের মতো
ছড়িয়ে পড়ুক বঞ্চনার
প্রতিটা গোলার্ধে।
আবেগ দলিত মথিত হোক,
থেকে যাক একরাশ ক্ষোভের
শ্রাবণ ঘন কালো মেঘ।
তারপর প্রচন্ড জলোচ্ছ্বাসে
ভাসিয়ে নিয়ে যাক
অসাম্যের বাঁধ।
তখন কবিতা লিখবো আমি।
তোমাদের কথায় সুরে
গেয়ে শোনাবো জীবনের গান।।
প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”
বিঃ দ্রঃ কবিতাটি মন_ও_মৌসুমী র #ত্রিমাসিক_লেখা_প্রতিযোগিতার (জানুয়ারি ,২০১৯) এর একটি Entry .
ফলপ্রকাশ জানুয়ারি ,২০১৯ এর দ্বিতীয় সপ্তাহ , পড়তে থাকুন -যোগাযোগ বজায় রাখুন #মন_ও_মৌসুমী র ওয়েবসাইট এর সাথে।
[…] আমার আলোকবর্ষ ছোট্ট হাসি কে প্রতিবন্ধী!! চোখ-গেলো বেলা শেষে প্রতীকের দুঃখ| অনুগল্প জীবনের গল্প নির্জনে একলা আমি […]