বিষণ্ণ নীরবতা

0
3299

কখনো ভাবিনি নীরবতা
কথা বলে,
কখনো ভাবিনি
কথা ও বেদনার
ছবি আঁকে।
আমি শুধু দিন গুণি
প্রহরে প্রহরে একা।

রাতের প্রহরী যেন
গান গেয়ে যায়
জেগে ওঠে স্মৃতি গুলো
কত সুর বেজে যায়।

অশ্রু তো পড়েনা ঝরে
শুকিয়ে যে রয়
আমি যে ভীষণই একা
তবুও লিখে চলে যাই
বিষাদের লোকগাথা।।
সবই তো চলে যাবে
রবে না কিছুই পড়ে,
এ পৃথিবীতে থেকে যাবে
আমারই বিষাদ নীরবতা।।

 

–প্রবীর ভদ্র

Poet Prabir Bhadra

প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here