তোমার মধ্যে আমি আছি
আমার মধ্যে তুমি
এই সত্যটা বুঝলে পরে
হয়গো জীবন দামী।
নারীর মধ্যে পুরুষ থাকে
পুরুষের মধ্যে নারী
অর্ধনারীশ্বর রূপে তুমি
প্রকাশিছ লীলাময়ী ।
বাহির হতে অন্তর হয়ে
অন্তর হতে বাহির
সূক্ষরূপে অসুরদের
নাশ করে মা -ই।
আছো নরনারীগনে
অন্তর মননে
শশী তারকায় তপনে
বিকশিত পুষ্পে
মধুর বরণে হরষিত শস্য কাননে।
ষড়রিপু বশে
মনুষ্য ক্লেশে
দাও মা করুন নয়ন
তব কন্যা লুন্ঠিত হয় করিয়া রাত্রিযাপন।
হবে নাকো শেষ
মনুষ্যরূপী অসুরের বেশ ধারণ
পারো নাকি মা
উহাদের নাশ করিতে অস্ত্রধারণ।
নীলের চোখে তোমায় দেখি
তোমার চোখটি নীল
পারো না কো মা করিতে বেশ
অসুরকুলদের বিলীন।
অয়ন কর্মকার ( পেশায় ISRO বিজ্ঞানী )
Nabarun sahaসত্যিই আপনার লেখা খুব সুন্দর হইছে