মন জুগিয়ে

Reality Of Life

0
1194
M K Paul

উচিত কথা বলা বারণ
কান্না পেলে চাপতে শেখ ;
মনের কথা মনে রেখেই
মিথ্যে হাসি ঠোঁটে রেখো।

এই ধরো , সত্যি বলে !
কি লাভ ?ভাই ,প্যাঁচে পরার !
ওর থেকে ঢের ভালো ,
নিজস্বতা লুকিয়ে রাখার।

যখন যেদিক দল ভারী ,
তুমিও যাও সেদিক ঝুঁকে ;
দেখবে ভালো থাকবে তুমি
লাগবে কম ব্যাথা বুকে।

এ কোন যুগ বলা কঠিন ;
ভালো তারা, যারা উল্টো হাঁটে ;
কিংবা যারা অকারণে
তারস্বরে চেঁচায় মাঠে।

ভক্তি শ্রদ্ধা মন ও প্রাণ
সব কিছু নিষিদ্ধ যেথা ;
ভালোবাসার অনুভূতিরা
হার মানবেই, হবে বৃথা।

তাই, মিথ্যে বোলো;মন জুগিয়ে ;
তেল মাথায় তেল দিয়ে যাও।
সুখ শান্তি আসবে ঘরে ;
এর থেকে বেশি ,আর কি চাও !!!

–—মৌসুমী

 

মন_জুগিয়ে : Copyright @ M K Paul; September,2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here