Photo CooyRight @ http://levisualbox.com
একটা রাত…
কিছুটা অন্ধকার, কিছুটা ধোঁয়াশা,
একটা বিছানা, দুটো বালিশ,
সাথে কিছু উষ্ণ নিঃশ্বাসের শব্দ,
একটা রাত…
ঝিঁঝিঁপোকা আর জোনাকির আনাগোনা,
সাথে , আলো আঁধারি খেলা
কিছু উল্টানো বাদুড়ের ডাক
শ্বেত পেঁচার লুকোচুরি…..
একটা রাত..
চোখে কিছু স্বপ্ন
সাথে এক দীঘি আশা,
পাশে টেবিল ঘড়ি
সাথে টিক টিক টিক
জানান…..
একটা ভোর…
পাখির কলতান, ভোরের উজান
হিমেল হওয়া আর কুয়াশা,
কুঁয়োর পাড়, জলের বালতি
সাথে, বৃত্তাকার জলের কাঁচ ভাঙার শতখান শব্দ,
এক সকাল….
মানুষের কোলাহল, কর্মজীবন
সাথে , বাস্তবতার মুখোমুখি,……
এক বিকেল….
গঙ্গার ঘাট, বন্ধু,আড্ডা
সাথে, নৌকা বিহার,
এক সন্ধ্যে…
তুলসী তলার বাতি, শঙ্খ ধ্বনি
সাথে , হরিলুট….
আবার একটা রাত…
নিঃশব্দ নিঃশ্চুপ
সাথে, উপভোগ করার নেশা……
দীপিতা চ্যাটার্জীর কলম থেকে —
আমি আমার স্বপ্নটা ,আমার মনের কিছু কথা , কবিতার মধ্যে দিয়ে তুলে ধরতে চাই। জানিনা কতটা বলতে পারলাম ,আমার এই কবিতা লেখা , ভাবনা ,সবই আবার করে ফিরে পেতে ,আমার জীবনের কিছু মূল্যবান মানুষের অনুপ্রেরণা খুব মূল্যবান।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941