Picture CopyRight @ http://foothilldragonpress.org
আজকাল নিঃশব্দে প্রতিবাদ খুব ভালো লাগে
সরব হয়ে অনেক তো দেখলাম
সেই চোখের জল মোছার জন্য কাউকে খোঁজা
এর থেকে বেশ ভালো লাগে
জলটা শুকিয়ে নিয়ে হাসতে থাকা।।
আজকাল নিঃশব্দে প্রতিবাদ খুব ভালো লাগে-
বাথরুম এ জলের শব্দে কান্না লুকানো,
এ ছেলেখেলা থেকে বেরিয়ে আসা
ঝড় ঝাপ্টার আওয়াজে বিরক্তিতে মুখ বেকানো
সবটাই বোকা বোকা-
তার চেয়ে বেশ ভালো চোখ দিয়ে গিলে খাওয়া
মনটাকে বিষিয়ে দেওয়া
আর সেই যে লেবু কচলে তেতো করা
সেটা এখন অসহ্য
তার চেয়ে –
আজকাল নিঃশব্দে প্রতিবাদ খুব ভালো লাগে।।
আমি নারীবাদী নই গো
সেই ছেলেবেলার মন আমি
সেই যেন এখন বিষফোঁড়া
উফ্, বাবা সর্বাঙ্গে বিঁধেছে সর্বনাশা প্রেম আমার
এফোর- ওফর ধরাশায়ী আমি
চাই জীওন কাঠি বেঁচে থাকার-
না ,বাবা !!
এর চেয়ে বেশ ভালো নিঃশব্দে প্রতিবাদ করা।।
বালিশে মুখ গুঁজে সারারাত জেগে থাকা
আকণ্ঠ জলপানের পরেও পিপাসায় পড়ে থাকা
চলে যেতে বলেও পথ চেয়ে বসে থাকা
বড় কষ্টের তা-
বড় নির্যাতনের-
এর চেয়ে,
আজকাল নিঃশব্দে প্রতিবাদ খুব ভালো লাগে।।

কবি নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি।“
এই লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন আমি-বিপ্লব ক্ষত মানসী-কিনবে-গো মনোস্কামনা সংগ্রাম আমি-নারী
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941