Photo Credit @ http://www.boloji.com/
ইজেরের এক খুঁটে তেঁতুলের আচার
অন্য খুঁটে কাঁচা -মিঠে আম দুটো -কটা
মা তেল মাখাতে এলে
শরীরের রন্ধ্র থেকে গন্ধ আসে বাউল বাউল
চবুতরা জুড়ে দেখ ফোঁটা ফোঁটা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে যায়
“চল চল জল সই ,জল সই চল চল আয় !”
পাঠশালে মন নেই
মন নাচে দুপুরের অকালবোধনে
মা ভাত বাড়লে থালা ভরে ওঠে স্মৃতিতে স্মৃতিতে
টুপটুপ নদীর কাজল
ছপছপ নৌকো চলে যায়
“আমাকেও নাও ওগো .. আমি যে যাইনি ঐপারে !”
লোকারণ্যে একা মেয়ে
একা ইজেরের মত রাত
এক খুঁটে সংসার , আন খুঁটে আকাশ বাতাস
দিন গেল হরি হে সন্ধে হয়ে এলো দুই চোখে
“পার করে দাও ওগো
আমি যে জানিনা পারাপার …”
——-ঝিলম ত্রিবেদী

কবি “ঝিলম ত্রিবেদী” র কলম থেকে — (জন্ম- ১৭ই এপ্রিল, ১৯৮৪ )
শিক্ষা– দর্শন নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। সবসময়ের জন্য কবিতা ও পূর্ণাঙ্গ নাটক লেখালিখি গভীরভাবে শুরু হয় ২০১১/১২ সাল থেকে। প্রথম প্রকাশিত কবিতার বই- “নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা” ২০১৫ সালের বইমেলায় জন্ম নেয়। বেশিরভাগ লিটল ম্যাগাজ়িন, ব্লগজ়িন এবং বাণিজ্যিক পত্রিকায় লেখা প্রকাশ পাচ্ছে ক্রমাগত। ৪র্থ বাংলা কবিতা উৎসব-এ আমন্ত্রিত কবি হিসাবে বাংলাদেশের টাঙ্গাইল, ময়মনসিংহ ও ঢাকায় কবিতা পড়তে যাওয়া ২০১৮-তে। “এভাবেই কবিতার মধ্যে নিজেকে সঁপে দেওয়ার অভ্যাস করে চলেছি, চলব…”
লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন "বন্ধক" "ইউসুফজাই -উপত্যকা"
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941