এবার কর্ম চেতনা, দাও মা সন্তানে।
গড়ে উঠুক, বেড়ে উঠুক কর্ম প্রেরণায়
আপন যতনে।
নিছক ভালোবাসতে গিয়ে,
অলসতা সঙ্গে পেয়ে,
পুত্র যাবে রসাতলে।
তাই সময় থাকতে,
দাও নিশানা,
লাগবে জীবন গঠনে।।
প্রথম প্রথম বিপদেতে,
ভয়টুকু কাটিয়ে দিয়ে,
দাও যে তারে জ্ঞান।
বীর পুরুষ কে সামনে রেখে,
চলার পথে ছেড়ে দিয়ে,
দাও সত্যের সন্ধান।
চলার পথে চলতে গিয়ে
সঙ্গ পেয়ে পথের মাঝে,
নির্ভিকতার সাক্ষ্য দিয়ে
লাগবে সে তার আপন কাজে,
আর তার কর্ম দিয়ে করবে যে যাগ
দেখবে তুমি এই ভুবনে।।
— তপন চ্যাটার্জী
তপন চ্যাটার্জীর কলম থেকে , আদি বাস হুগলী জেলার হরিপাল। বর্তমানে কলকাতা নিবাসী। পেশায় গৃহশিক্ষক। কিশোর বয়স থেকেই কবিতা লেখার ঝোঁক, তখন থেকেই লেখা শুরু।