স্কুল

0
3351
@ M K Paul

চল না ছুটে যায় ,দরজা টা খুলি,
মন্টু দা বলবো না হয়,
ভুলে গেলে?আজ আমাদের হোলি।

জীবনের  সব রঙ যে হেথায় এদিক ওদিক রাখা,
সময় অনেক বদলে গেলেও,
মুখ গুলো সব আদর-স্নেহে মাখা।

দশটা বিশে রোজ চালিয়ে দু-চাকার রথ ;
এলো চুল,শাড়ী,জামা, যাই হোক না,
লালা সাদা  এক জোট।

কোন বেঞ্চে আজ বসবো, কোন বন্ধুর পাশে ,
রোজ রোজ সেই ঝগড়া ঝাটি ,টিফিন –
ভাগ ,সব যে ভালোবেসে।

প্রেয়ার- টাইম , খুঁনসুটি ভাই, বেসুরে সব গান;
যেই না এলেন হেড -মিস্ট্রেস ;দুহাত পেছন;
সব যেন থম থম।

‘হল’ হোক বা ‘খাঁচার ঘর’-ই ,আটটি বছর ধরে,
কোনো ঘর আর বাদ পড়েনি,সব চড়েছি;
গরু যেমন চড়ে।

কিতকিত কোর্ট জুটলে ভালো, না হয় কানামাছি ,
ছুটে পালাই এদিক ওদিক ,লুকোচুরি,
এদিক পানে  আছি।

বকা -আদর-আশীষ এখানে মিশে একাকার ,
শৈশবের সেই স্কুলের দিন ,আজ জীবনে ,
বড্ডো যে দরকার।

বন্ধুরা সব প্রাপ্তবয়স ,ঠিক যেমনটা  আমি ,
চল না সই, আবার  মাঠে ,
“হাতটা ধরি” ;খালি পা-এ নামি।

আরো লেখা পড়তে ক্লিক করুন 

 একই সব নষ্ট      ফাঁদ আর হাসি    হিজিবিজি     আসছি      নারীদিবসে    কোথায় 

 সাত সাতটি বছর      ইচ্ছে         দুটি পাখি  মা-র কালো মেয়ে    গল্প      উল্লাস

   তুমি            শুধু তুই         আমি     চাহিদার বসবাস   শরীর-মন    রক্ত   

 ফাঁদ আর হাসি     মরিবার তরে      কথা ছিল     ইচ্ছেপূরণ     তুমি-আমিতে   সময় 

Copyright © 2018 by M K Paul, monomousumi.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here