৬ ই ডিসেম্বর…..

0
1126
Photo : 23RF.com

তারিখ আর এখন সে ভাবে মনে থাকে না।
দিন ফুরায় সন্ধ্যা হয়,
রাতের শেষে সকাল আসে।
আসা যাওয়ার পালা বদলে
একই ভূমিকায় পাঠ করে চলা প্রতিদিন প্রতিনিয়ত,
বিরাম নেই বিশ্রাম নেই।
মাঝে মাঝে শুধু চোখ বুজে থাকা,
তাতেও অবচেতনে অনাহারী দুঃশ্চিন্তার পায়চারি।

এ ভাবেই দিন ফুরায় রাত আসে
মাস ফুরায় বছর ঘোরে
তারিখ মনে থাকে না
ভুল হয় বারবার।

এভাবে সবই যদি ভুলে যাওয়া যেত
মুছে ফেলা যেত সব ক্ষত স্মৃতি
মনে করার মনে করানোর থাকতো না যদি কেউ
মৃত জীবন তখন সত্যি সত্যি বেঁচে থাকার আনন্দ পেত
পেত মুহূর্তে মুহূর্তে মর্মান্তিক মৃত্যু থেকে মুক্তি।

সবাই সব ভুলে যায় না
সবাই সব কিছু ভুলতে দিতে চায় না
মনও ওদের প্রশ্রয় দেয়।

বুকের ভিতর ভাঙনের প্রতিটা শব্দ মনে করিয়ে দেয়ে
আজ ভেঙে যাওয়া বিশ্বাসের দিন।

 

Poet Krishna Barman

— কৃষ্ণ বর্মন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here