স্বপ্নের হত্যাকে বৈধতা দেয়
বাস্তবের নিষ্ঠুর রক্তচক্ষু।
স্বপ্ন বিলাসীরা তাই সঙ্কোচে শঙ্কায়
বোঝাপড়ার পথে পা বাড়িয়ে
অব্যাহতি খোঁজে নিস্ফলা পরিনতি থেকে।
হত্যাকারীর থেকে পলায়ন করতে গিয়ে
এভাবেই স্বপ্নে ডেকে আনে স্বেচ্ছা মৃত্যু।
এই মৃত্যু সাধারন।
এই মৃত্যু সাধারনের।
সাধের আবদারকে প্রশ্রয় দিতে দিতে
কিছু কিছু স্বপ্নিলরা দুঃসাহসী হয়ে ওঠে।
প্রাকৃতিক কিংবা অপ্রাকৃতিক কোনো দুর্যোগেই
তারা সমঝোতার অগৌরবকে সৌজন্যতা দেখায় না।
অত্যন্ত সাধারন এভাবেই অতি সাধারণের তকমা ঘুচিয়ে
অসাধারনের মান অর্জন করে।
তখন তাঁরা শুধু আর স্বপ্ন বিলাসী বা স্বপ্ন চোর নয়
তখন তাঁরা স্বপ্ন যোদ্ধা।
কৃষ্ণ বর্মন……
Nice poem, very real.
Thank you