চল না ছুটে যায় ,দরজা টা খুলি,
মন্টু দা বলবো না হয়,
ভুলে গেলে?আজ আমাদের হোলি।
জীবনের সব রঙ যে হেথায় এদিক ওদিক রাখা,
সময় অনেক বদলে গেলেও,
মুখ গুলো সব আদর-স্নেহে মাখা।
দশটা বিশে রোজ চালিয়ে দু-চাকার রথ ;
এলো চুল,শাড়ী,জামা, যাই হোক না,
লালা সাদা এক জোট।
কোন বেঞ্চে আজ বসবো, কোন বন্ধুর পাশে ,
রোজ রোজ সেই ঝগড়া ঝাটি ,টিফিন –
ভাগ ,সব যে ভালোবেসে।
প্রেয়ার- টাইম , খুঁনসুটি ভাই, বেসুরে সব গান;
যেই না এলেন হেড -মিস্ট্রেস ;দুহাত পেছন;
সব যেন থম থম।
‘হল’ হোক বা ‘খাঁচার ঘর’-ই ,আটটি বছর ধরে,
কোনো ঘর আর বাদ পড়েনি,সব চড়েছি;
গরু যেমন চড়ে।
কিতকিত কোর্ট জুটলে ভালো, না হয় কানামাছি ,
ছুটে পালাই এদিক ওদিক ,লুকোচুরি,
এদিক পানে আছি।
বকা -আদর-আশীষ এখানে মিশে একাকার ,
শৈশবের সেই স্কুলের দিন ,আজ জীবনে ,
বড্ডো যে দরকার।
বন্ধুরা সব প্রাপ্তবয়স ,ঠিক যেমনটা আমি ,
চল না সই, আবার মাঠে ,
“হাতটা ধরি” ;খালি পা-এ নামি।
আরো লেখা পড়তে ক্লিক করুন একই সব নষ্ট ফাঁদ আর হাসি হিজিবিজি আসছি নারীদিবসে কোথায় সাত সাতটি বছর ইচ্ছে দুটি পাখি মা-র কালো মেয়ে গল্প উল্লাস তুমি শুধু তুই আমি চাহিদার বসবাস শরীর-মন রক্ত ফাঁদ আর হাসি মরিবার তরে কথা ছিল ইচ্ছেপূরণ তুমি-আমিতে সময়
Copyright © 2018 by M K Paul, monomousumi.com