সূর্যোদয়ের নতুন ভোরে

1
1640
Photo : Improve Photography
সূর্যোদয়ের নতুন ভোরে সেই চেনা মুখগুলো
নতুন ভালোবাসার মোড়কে-
হাসিখুশির জ্বলন্ত ছোঁয়ায় আগুন আকাশ
কালকের জন্য ,
এমন ভালোলাগা বাঁচিয়ে রেখো বন্ধু ।
পাশের ডাস্টবিনে রাতের উৎসবের মুখোশ পরে
সাদা কালো আঁধা জীবনের ইঙ্গিত
রঙিন আলোয় ভরপুর জীবনশক্তি,
স্ট্রাগলের দিনে,
এমন পাগল করা মনকে বাঁচিয়ে রেখো বন্ধু।
কি সুন্দর সাজ তোমার !
ফুলের সুগন্ধী ভরপুর তোমার ঘরে তোমার ঘামে
কেক বাঁধা উপহারের মোড়ক
তোমার চায়ের কাপের সাথে উচ্ছল হাসি
গোলাপ হাতে তবু তোমার প্রেমিক
ভগ্ন হৃদয়ের দিনে
এমন স্পর্শে তাঁকে জড়িয়ে রেখো বন্ধু।
নতুন সবকিছু পুরোনো করোনা একদিনে
তাকে রজনীগন্ধার গুচ্ছে বেঁধে রাখো
তোমার সেই প্রিয় ভালোলাগার ফুলদানিতে
আর আমার শুভেচ্ছা ,
গাছপালার মতো তোমার অঙ্গে,রন্ধ্রে
তাকে চিনে নিও বন্ধু-
সে তোমার ক্যাকটাস গাছটার মতো
বজ্রপাতে তোমার পাশে-
নিন্দনীয় চোখের জলে-
আবর্জনার ধ্বংসস্তূপে কালো মোড়কের মতো,
সারা জীবন,
তা তোমার সাথে আছে বন্ধু।।
নীলাঞ্জনা সরকার Nilanjana Sarkar

নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি।“

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here