সাত, সাতটি বছর

1
1954
Photo by M K Paul

বলতে গেলে দশটি বছর
তোর সাথে মোর প্রথম দেখা.
লাজুক লাজুক ভীরু ভয়ে
আমার সাথে তোর কথা.
বুঝেছিলাম প্রথম দেখায়
তোর প্রাণে লেগেছে ছোঁয়া.
আমি তখন ডাকসাইটে,
থোরাই আমায় সহজ পাওয়া.

তোর্ সেই প্রথম গোলাপ
ড্রাইভারকে লুকিয়ে দেওয়া .
আমার চুলে হাত বুলিয়ে,
চুপিসারে গন্ধ নেওয়া. .
মিথ্যে নয়, সত্যি বলি,
বেশ লেগেছিল আমার তোকে.
কেমন যেন ভালো ছেলে,
ভাবটা তোর চোখে মুখে.

প্রমান যে পাইনি তা নয়,
গত সাত, সাতটি বছর ধরে.
তুই-ই আমার একুল ওকুল,
আছিস আমার সবটা জুড়ে ..
পুরুষ-চরিত্র অনেক রঙের ,
যখন সে পরমেশ্বর,
কিন্তু তুই সেই সব পুরুষ-দলের
উল্টে চলা ,সেরা পুরুষ আমার.

কর্তা বলি আর বন্ধু-ই বল ,
তুই আমার সর্বেসর্বা.
মনের কর্তা একশবার তুই,
বন্ধু আমার সবচেয়ে সেরা.
তোকে ছেড়ে থাকব ,ভাবলেই
এখন চোখে জল আসে,
তোকে ছেড়ে চিন্তাগুলো,
কেমন যেন হয় ফাকাসে.

ভালবাসা নয় ঝাগড়া-তেও
তুই ছাড়া জুরি মেলা-ভার
আমার যুক্তি তোর তর্ক
গিন্নি আমি,কর্তা আমার.
সাতটি বছর পেরিয়ে এলাম ,
মনে হয় তুই টের পেয়েছিস
আমার থেকে ভালো সঙ্গী,
আর না হয় তুই খুজছিস …

——মৌসুমী

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here