সর্বনেশে ভোট

0
1122
ভোট এসেছে ভোট এসেছে
ভোট যে বড় বালাই
সর্বনেশে ভোটের শেষে
নেপো খাবে মালাই।
ভোটের বাজার বড্ড গরম
তর্কে তাজা সব
রাস্তা ঘাটে অফিস ট্রেনে
হচ্ছে কলরব।

ভোটের অনেক বায়না আছে
আছে অনেক যাদু
ভোটের বাদ্যে মন্ত্র বলে
অপরাধী সাধু।

ঘরে ঘরে ভোটের দাওয়াই
মুখে নকুল দানা
ভোটেরা সব এক পক্ষের
অন্য পক্ষে মানা।

পাওয়ার মিলের ব্যস্ত খবর
ঘরে অনটন
রাজার কানে পৌছায় না
বেকার অনশন।

এখন সবার বুকে দরদ
মুখে প্রেমের বুলি
জনগন জাগলে পরে
উপহারে গুলি।

এখন রাজা সবই দেবে
প্রতিশ্রুতির বলে
ভোট গেলে সব ভুলে যাবে
ভোটাররা সব জলে।

ভোটের জন্য ভেট হবে
ভাওতা হবে শেষে
ভোটের শেষে বুঝতে পারবে
সে কত সর্বনেশে!

Poet Krishna Barman

©কৃষ্ণ বর্মন (পলতা,ওয়েস্ট বেঙ্গল )

বিঃ দ্রঃ  : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here