সব বোকামি

3
2579

বন্ধু মানে পাশের গলি
সবার আগে স্কুল ছুট,
বন্ধু মানে বিকেল মাঠে
লুকোচুরি আর ডালমুট।
বন্ধু মানে বয়েস সীমা
পেরিয়ে গিয়ে আড়ি ভাব ,
বন্ধু মানে ক্ষতি আমার
হোক না তবু ,তোর লাভ।
বন্ধু মানে স্বার্থ ফেলে
নির্ভেজাল এক ভালোবাসা ,
বন্ধু মানে ভাগ্য তোমার
ভিড় ঠেলা ,এক চিলতে আশা।

সেই ,

বন্ধু মানে বয়সকালে
চোখের কোনে লুকোনো জল ,
বন্ধু মানে হেরে যাওয়া , ভুল বোঝার
মাঝে , কিসের যেন কৌতূহল !
বন্ধু মানে , ‘কথা দিলাম’,আর
কৃতজ্ঞতায় মাথানত ,
বন্ধু যাচাই ভীষণ কঠিন
বুকের মাঝে কালো ক্ষত।
বন্ধু তুমি হতে পারো
দিদি , বোন বা দিদিমনি ,
বন্ধু থাকে , স্মৃতির ভাঁজে
স্মিত হাসি আর সব বোকামি।

-মৌসুমী

আরো লেখা পড়তে ক্লিক করুন 

 একই সব নষ্ট      ফাঁদ আর হাসি    হিজিবিজি     আসছি      নারীদিবসে    কোথায় 

 সাত সাতটি বছর      ইচ্ছে         দুটি পাখি  মা-র কালো মেয়ে    গল্প      উল্লাস

   তুমি            শুধু তুই         আমি     চাহিদার বসবাস   শরীর-মন    রক্ত   

 ফাঁদ আর হাসি     মরিবার তরে      কথা ছিল     ইচ্ছেপূরণ     তুমি-আমিতে   সময় 

সব বোকামি :CopyRight @ M K Paul, 24th May,2018

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here