মুখোশেই মানুষ , মানুষই মুখোশ
হারিয়েছি নিজেকে অনেক আগেই ,
ভেতরের রাম মরে গেছে কবে , তবু
সামিল হয়েছি রাবন দহনে;
অচেনাই চিনে নেওয়া নিজেকে
পুরোনো রূপের বাহির যে।
এই মুখোশ কেউ খুলে না দেয় ,তাই ,
পাহারায় বসিয়েছি অনেক সেপাই ,
মন-মস্তিষ্ক সামিল রেখে
উল্টো হেঁটে নিজেকে ঢেকে , ভয়
থাকে মুখোশ খোলার
রামের মাঝে রাবন দেখার।
–মৌসুমী কুন্ডু
#মন_ও_মৌসুমী