সময় থেকে পিছিয়ে

0
1277
Photo : Verywell Health

শীতাতপের হাওয়ায় বসা
বাবুর ভারী মেজাজ।
অফিস টাকায় কফি
খেয়ে, পেটে পড়ছে ভাঁজ।

কি কাজ করে , কি যে করছে ?
ভাবে, দিনের শেষে বসে
কপি পেস্ট আর পেস্ট কপি ভাই
দিন চলছে হেসে।

কি পড়েছে , কতটুকু জ্ঞান
মাপার সময় কই !
সবাই এখন অফিস বেরোয়
অনেকটা ,
হরির লুটের খই।

অফিস পাড়ায় আলোচনা ,
বা লাঞ্চ ডিনারের পার্টি,
বসের গালি হজম করে
Showing দাঁতকপাটি।

তবুও বাবা , কাজ করো যে
রোজ অফিস এ যাও,
অফিসে যাওয়া বড় কত্তা
বাকিরা তো ফাউ।

এবার এসো ফাউ লিস্টে
লিস্টি বেশ বড়;
গান-লেখালেখি-ঘরকন্যা,
তালিকায় প্রাথমিক ধরো।

ফাউ যদি হয় ডিগ্রীধারী
স্বেচ্ছা চাকুরী-বাঁধন ছেঁড়া ,
সমাজ নামক প্রশ্নবিচিত্রার
(নির্লজ্জ) প্রশ্নে তখন ,জীবন তার,
নিত্য-ঘেরা।

বহুমূল্যের জীবন ছেড়ে,
করছো গান বা “লেখালেখি” !
যতই বল “স্বাভাবিক , আমার ইচ্ছে “,
কি ভাবছো , কিছু বুঝিনা ,
মারছো ইয়ার্কি !!!

মোটা অংকের পকেট
পাশে , লেখালেখি কি মানায়?
ঘরে বসে লিখলে নাকি
হয়না তেমন কামায় !

যাদের কাছে লেখালেখি
অসম্মানীয় ,দাম খুবই কম ,
(তাদের বলি )
দাও না বাপু দুচার লাইন লিখে ,
দেখাও তোমার দম।

সবাই যদি সব পারতো
তর্ক তবে কোথা ,
টাকা যদি সব মাপতো
শান্তির খোঁজ বৃথা।

সব কাজেরই আলাদা দাম
অফিস যাও বা না যাও,
সবাই বাঁচে স্ব-প্রতিভায়
কেউ নয় গো ফাউ।

 

Mousumi Kundu Paul

#মৌসুমী
#মন_ও মৌসুমী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here