চুপচাপ চুপ কথা
মন মনে উত্তাল ,
শতভাগে মন নেই
কাজ সব ভুল ভাল।
মন চাই উড়ে যেতে
বেশি মন চাই না ,
ঠিক কি চেয়েছিলো
সংজ্ঞাতে মেলে না।
পরিমানে “বেশি” আছে
“নেই” আছে একটু ,
তবু সেই একআনা
স্বভিমানে তিক্ত।
বাইরের পথে আছে
মধুমাখা পিছুটান ,
শিকলের প্যাঁচটানে
দেবে কি বলিদান।
মনেহয় পারবেনা
পারবেও হয়তো
সময় যে মাপকাঠি
জীবন-নয় তো।
‘ভালো থাকা’ – ‘ভালো আছি’
কে জানে কে জিতবে !!
যুদ্ধ-তো চলবেই
এ নাহি মিটবে।
— মৌসুমী
Copyright © ভালো আছি , 2018 by M K Paul, monomousumi.com