অনেক তারার মাঝে যেমন আছো তুমি চাঁদ,
চোখ গুলো মিটিমিটি , আকাঙ্খার এক ফাঁদ।
হাসি দেখলে গা জ্বলে যায় , তবুও হাসি থাক!
পরান থাকুক বা না থাকুক , হবে না তোর ভাগ।
মনের মধ্যে অনেক সময় ভূমিকম্প ওঠে ,
একাকিত্বের ভয় ভাবনারা জিতবে বুঝি ভোটে ।
কেমন হবে দিনগুলো তোকে ছাড়া ভাবি ,
থমকে মাথা – মনকে তালা ; ছুড়ে ফেলি চাবি।
ভালোবাসার সব দিনেতে , আশিষ তোমার চাই ,
ভগবানে তুমি আছো ,তোমায় আমার ঠাঁই !
হাতজোড় সেই ভগবানকে , তার অশেষ কৃপায় ;
জীবনের শেষযাত্রায় সিঁদুর যেন জোটায় ।
—মৌসুমী
Copyright @ M K Paul; 2018