সেই যে শ্রাবণ এলো
আর ফিরে গেলো না
এখন সারা বছর জুড়েই শ্রাবণ মাস
সারা বছর জুড়েই অঝোর বৃষ্টি
সেই অঝোর বৃষ্টির বিজ্ঞাপনে ঝরে পড়ছো তুমিও
তবুও এখানে মাটি ভিজেনা
অঙ্কুরিত হয়না একটিও বীজ
এখানে শ্রাবণ মাস
তবুও প্লাবন আসেনা।
শ্রাবণের বাইশের সংজ্ঞা পাল্টে যায় অশ্লীলতায়
শ্রাবণের বাইশেতে আজ লবন নেই
মিথ্যে নোনা জলে ভেজে চিবুক
শ্রাবণ নেই আর আগের মত সেই।
— কৃষ্ণ বর্মন
বিঃ দ্রঃ : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ .
এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন কেন-রে-মেয়ে নারী-তুমি-প্রমান-দাও
[…] এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন বাইশে-শ্রাবণ নারী-তুমি-প্রমান-দাও। […]
[…] লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন বাইশে-শ্রাবণ […]
[…] পড়তে কিক্ল করুন এখনো-বাকি-নাগাসাকি বাইশে-শ্রাবণ কেন-রে-মেয়ে […]
[…] ক্ষুদিরামের-জন্ম এখনো-বাকি-নাগাসাকি বাইশে-শ্রাবণ […]