বাইশে শ্রাবণ

বাইশে শ্রাবণ_কৃষ্ণ বর্মন

4
3262
Photo CopyRight @ImageForum

সেই যে শ্রাবণ এলো
আর ফিরে গেলো না
এখন সারা বছর জুড়েই শ্রাবণ মাস
সারা বছর জুড়েই অঝোর বৃষ্টি
সেই অঝোর বৃষ্টির বিজ্ঞাপনে ঝরে পড়ছো তুমিও
তবুও এখানে মাটি ভিজেনা
অঙ্কুরিত হয়না একটিও বীজ
এখানে শ্রাবণ মাস
তবুও প্লাবন আসেনা।

শ্রাবণের বাইশের সংজ্ঞা পাল্টে যায় অশ্লীলতায়
শ্রাবণের বাইশেতে আজ লবন নেই
মিথ্যে নোনা জলে ভেজে চিবুক
শ্রাবণ নেই আর আগের মত সেই।

— কৃষ্ণ বর্মন

Poet Krishna Barman

বিঃ দ্রঃ  : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ .

 

 

 

 

এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন  কেন-রে-মেয়ে  নারী-তুমি-প্রমান-দাও 

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here