বর্ষবরণ

0
1415
Photo : India.com
বর্ষশেষের বর্ণাঢ্য মহোৎসবের
অবগাহনে অনুৎসাহিত আমি।
স্মৃতি রোমন্থনের বিবিধতায়
বড়ো ব্যস্ত এখন।
অভিষেক হবে আর এক
নতুন সময়ের,
প্রোজ্জ্বলিত “হবে ধূমায়িত
হয়ে উঠবে অগ্নিধ।
আমরা শপথের মন্ত্র চারণে
প্রতিশ্রুতির ছবি আঁকবো।
একে একে নিমজ্জিত হবে
সমস্ত সত্তা ।
প্রতিদিনের জীবন চরিত
চর্চিত হবে আপনসাধনায়।।

 

 

Poet Prabir Bhadra

প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here