দুটি পাখি

1
2432
দুটি পাখি

দুটি পাখি বেশ সুখী,
ঝগড়াতেও কম যায় না ;
এ যদি বলে, ও বলে শোন্,
কদিন তোর দেখা ,কেন পাইনা।

বুঝেছি তোর  রঙ্গিন পাখায় ,
লাগছে ভালো অন্য কাউকে
আমার কাছে এলে পরেই ,
লাল চোখে শুধু চাওয়া -যে।

আ মোলো যা , ওতো অভিমান
বলতে পারিস দর বাড়ানো ,
তুই ও জানিস আমিও জানি ,
তোর মনেতেই মন হারানো।

ন্যাকা আমার , আর পারিনে ,
যতই ভাবি রাগ দেখাবো !
আমার আগে শুরু হয় তোর
বিনা কারণের রাগ দেখানো।

পাগল তুই ; জানিসই তো
তুই ছাড়া গতি নেই আর
যতই রাগি , ঝগড়া করি ,
চোখ লাল আর মুখ হোক ভার।

সব তো বুঝিস ;তাও কেন?
অমন করে বুকে দিস ব্যাথা ?
দেখিস যেদিন চলে যাবো দূরে
ঠুকিস তখন দেওয়ালে মাথা।

আচ্ছা বাবা,সে দেখা যাবে ,
কে যায় আগে ,কেই বা পরে !
তুই যেখানে আমিও সেথায় ,
ভূত হয়ে সাথী ,যদি যাস মরে।

এভাবেই দুই মিষ্টি পাখি
রোজ কাঁদে আর হেসে ওঠে জোরে।
জীবন মরণ এভাবে কাটাবে
নিয়েছে তারা পন যে করে।

CopyRight@ M k Paul, Oct,2016,All Right Reserved

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here