তোর বিহনে

0
1440

এখন আমি তোর বিহনে
অনেকটা ঠিক বেসুরে গান
মন বলে এই পাশেই আছিস
অবজ্ঞাতে সব ব্যবধান।

দিন গুনছি , সব ভুলছি
ঝগড়া করার নেই যে সাথী
আমার প্রিয় বন্ধু রে তুই
আমার ব্যাথার সমব্যাথি।

আমার সব সাজসজ্জায়
কোথাও যেন রঙের অভাব
তোর রঙে রাঙিয়ে ওঠায়
বোধহয় এখন আমার স্বভাব।

প্রার্থনা আজ তোকে ঘিরে
ভাবনাতে কাটে বেশি সময়
তোর থেকে নেই বেশি কিছু
ফিরে আয় করে বিশ্ব-বিজয়।

 

–মৌসুমী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here