লোকানো মুখ, তারুণ্যের বদমেজাজও,
হার মানে, হেসে ওঠে,
হাসির আড়ালে, করে,নিজের বিদ্রুপ।
উত্তর মাঝেসাঝে হেরে যায় ,
অনিচ্ছার কাছে,চুপ করে ,
স্তব্ধতাকে উপভোগ করতে চাই বোধহয়।
স্বাধীন সময়ের খোঁজ ,চিন্তা,
ভুলিয়ে দেয় ক্লান্তি কে,
ফিরিয়ে দেয় প্রত্যাশিত ঘুম কে।
মৃত্যুর কামনা, হার মানা,রোজ রোজ , ,
ভুলিয়ে দেয় জীবনকে,
আসলের স্বাদ-আস্বাদ , বিস্বাদের জীবনকে।
সব পাওয়া আর না-পাওয়ার মাঝে;
বাকি পরে থাকে কিছু,
যন্ত্রনা ,নিজেকে না খুঁজে পাওয়ার।
— মৌসুমী
খোঁজ : CopyRight @ M K Paul, November,2018