কার দোষে !!

0
1192
http://govisitkolkata.weebly.com/
হঠাৎ করে অফিসের এক মিটিং এ দুর্গাপুর যাবার খবরে বেরিয়ে পরলাম আজ ।এতোটা আগে পৌঁছে কি করি ,চুপ চাপ তাই ট্রেন থেকে নেমে ,প্রায় মিনিট চল্লিশ বসে  থাকলাম প্ল্যাটফর্মে । এই একটা জায়গায় বসলে হু হু করে সময় পেরিয়ে যায় ,যা  আমায় অনেক ভাবনার রসদও  দেয় ।ট্রেন আসার  স্বয়ংক্রিয় ঘোষণা চলতেই থাকে আর চোখের সামনে রাজধানী সহ বেশ কিছু দূর পাল্লার ট্রেন পার হলো । জানালার সিটে বসা প্যাসেঞ্জার ,টি টি দের খবরদারি,হকার ,ভিখারীদের  কার্য কলাপ সরোজমিনে দেখে  সিটি সেন্টার যাবার মিনি বাসে চড়ে বসলাম ।
বাসে উঠে কেবিনে আমার প্রিয় সিট টা কব্জা করে আর জনা দশেক প্যাসেঞ্জারের ভিড়ে কিছুতেই মেলাতে পারছিলাম একটা চেনা  মুখ । ঠিক কোথায় যেনো দেখেছি ভদ্রলোককে ! সেই মুখ ,সেই স্বপ্নালু  চোখ ,বছর পঁয়ত্রিশের ইনি যেনো ভীষণ চেনা আমার । কিন্তু গায়ের সেই পাকা আম রঙ পাল্টে যেনো একটা কালো আস্তরণ এসে গেছে  ! কে যেনো বিষন্নতার তুলির  এক আঁচড় কেটে দিয়ে গেছে এই কয়েক মাসে । একটা যেনো প্রলেপের মুখোশে উদাসীন মুখ আমার সামনে বসে ,অথচ আমি মনে করেও যেনো বুঝতে পারছি না !
অনেক ক্ষণ ভদ্রলোকের দিকে চেয়ে রইলাম ,হয়তো উনি চেয়েও না চিনে ঘুরে রইলেন  ,হয়তো বা আমি ভুল ভাবছি ! কিন্তু একবার কারুর সাথে কথা বলে থাকলে খুব সহজে ভোলে না এই আমি  নামক মানুষটা ।
এদিকে  ততক্ষণে আমার প্রখর স্মৃতি , সব মনে করিয়ে দিয়েছে। উনি ছিলেন আমার অফিস শহরের রোজ ভ্যালি ব্রাঞ্চের উদ্যমী ম্যানেজার ।একদম আমার অফিসের সামনে ওনার  ব্রাঞ্চ থাকায় বেশ কয়েকবার দেখেছি ওনাকে ,গেছিও । রোজ ভ্যালি তখন হাজার হাজার বেকারের ভরসা ।বেশ ভালো ইন্টারেস্ট দিচ্ছে বুঝিয়ে ট্রেনে পরিচিত এক ভাই এর সৌজন্যে ওনার অফিস গিয়েছিলাম । সব জলের মতো পরিষ্কার ভেসে উঠলো পুরানো সেই সব দিনের খণ্ড চিত্র । ইশারায়,হাত নেড়ে বলতে চাইলাম “ও দাদা ভালো আছেন ” পরক্ষনেই  মন ধমকে দিলো ,কি দরকার মানুষের বেদনার জায়গা টা খুঁচিয়ে ক্ষত বার করার ।হয়তো উনি সেই এক ক্ষত ,চাকরি না থাকার বেদনা প্রকাশ করতে চাইছেন না ,বা একি কাসুন্দি কি আর বলবেন সেটা ভেবে না চেনার আপ্রাণ চেষ্টা করছেন । অজান্তে যেনো ওনার হৃদয়ের আঁচড় গুলো দেখতে পেয়ে চুপ হয়ে গেলাম এক নীরব  কষ্টে ।
মনে পড়ছিলো কি সুন্দর ভাবে অফিস টা মেনটেন করতেন । নিজের টার্গেট দিয়ে কি সুন্দর ভাবে অফিস গুছিয়ে নেওয়া  তরুণ আজ কোম্পানি লাটে ওঠায় আজ এমন ভাবে দিন কাটাচ্ছে ।
হঠাৎ নজর আটকে গেলো হাঁটুর কাছ টা রিপু করা প্যান্ট ,এক মলিন উদাসীন চোখের দৃষ্টিতে হয়তো কোথাও ফিরছেন । খুব খারাপ লাগলো ওনাকে কাছে পেয়েও কথা বলতে পারলাম না ।হয়তো অন্য জব খুঁজতে গিয়েও ওনাকে অতীত চাকরির স্ট্যাম্প এমন পিছু তাড়া করে বেরিয়েছে এই দু বছর ।বাড়িতে ছোট বাচ্ছা ,তাদের ভবিষৎ ও অন্ধকার ছেয়ে গেছে বাবার জব যেতে ।অথচ সত্যিই কি দোষ ছিলো এই সব দায়িত্ববান ম্যনেজারদের !এরা তো ছিলো রাঘব বোয়াল মালিকের হাতের পুতুল মাত্র ।এদের ওপর গুরু দায়িত্ব দিয়ে নাকের ডগায় কোটি কোটি টাকার ব্যাবসার ফাঁদ পেতে রোজ ভ্যালির মতো চিটফান্ড মুনাফা লুটেছে আর জনগণ কে লোভের ফাঁদে পিষেছে বছরের পর বছর ।
লাস্ট একবার ওনাকে দেখেছিলাম আমার অফিস থেকে বেরুতে লেট হওয়ায় ।তখন  রোজ ভ্যালি নিয়ে জোর চর্চা জনমানসে ।উনি তখনো নিয়ম নিষ্ঠ কর্মী হয়ে রোজভ্যালি  কতৃপক্ষের আদেশ অনুযায়ী অফিস খুলতেন আর চুপ করে অন্ধকার নামলে গুটি গুটি পায়ে ট্রেনে চাপতেন ।আর সেদিন ও সামান্য দু একটা কথা শুনে উপলব্দি করেছিলাম এক মানসিক টানাপোড়েন চলছে ওনার ,আর আজ তার পুনরাবৃত্তি ও  ওনার এমন ধূলো জমা রূপ আমায় সত্যিই নাড়িয়ে দিয়ে গেলো!
না কাউকেউ দোষ দিচ্ছিনা ,না সরকার ,না এই সব উদ্যমী স্টাফেদের । দোষি তো আমরা নিজেরাই  । কই বেশি লাভ করলে সরকার কে তো বলিনা ,লাভ করেছি ,এটা রাখুন ,তবে টাকা ডুবলে কেনোই গেলো গেলো রব ,সরকারের বিরুদ্ধে আক্রোশ ! সরকারী কত্তো প্রকল্প চলছে ,সেখানে ,ব্যাঙ্কে টাকা না রেখে নিজেরাই এই সব ভূঁইফোড় কোম্পানি গুলো কে প্রশ্রয় দেই ।কোম্পনিও কোটি কোটি টাকা ছড়িয়ে,রিসর্ট ,ফিল্ম ,চা বাগান ,প্রোমোটার ,হোটেল ব্যবসায় টাকা ঢেলে আর বিজ্ঞাপন মোড়কে  নিজেদের ইমেজ এমন করেছে যে মানুষ প্রলুব্ধ হয়েছে। আর এর শিকার হয়েছে এক ঝাক দায়িত্বশীল ও দায়িত্বশীলা বেকার যুবক যুবতী !
রাণা চ্যাটার্জী
পূর্ব বর্ধমান
Writer Rana Chatterjee

পরিচিতি: ছোটবেলা থেকেই কবিতা,ছড়া, সৃজনশীলতার ওপর আত্মিক টান বর্ধমান শহর নিবাসী রাণা চ্যাটার্জীর।প্রতিভা,সারল্যের মেলবন্ধন ও অনুভূতিপ্রবণতায় অবিরাম সৃষ্টি করে চলেছেন কবিতা,ছোটগল্প,বাচ্ছাদের জন্য ছড়া, নিবন্ধ,কার্টুন। নক্ষত্রানি সম্মান,কবির “মেঘ বালিকা তোমায়”,”ছন্দ ছড়ায় জীবন” কাব্যগ্রন্থ ও নিয়মিত পত্র পত্রিকায় লেখা প্রকাশ রাণা চ্যাটার্জী’র আগামী উজ্জ্বল করুক।

লেখকের আরো লেখা পড়তে ক্লিক করুন "অথঃ-যাত্রী-কথা"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here