কথা ছিল

1
2328

কথা তো ছিল , হবে প্রতি সপ্তাহে দেখা ,
হাতে হাত রেখে হাঁটবো ,যে রাস্তা থাকবে ফাঁকা। .
কথা ছিল, গোপন কথার হবে চুপিসারে আলাপন
পিছুটান ছেড়ে সময় বাঁচাতে ছুটব প্রানপন।
কথা ছিল , একসাথে ঝালমুড়ি আর ফুচকা ,
তুই আমি আর সব বাজে কথা ,
বাদ যাক রোজনামচা।

ভেবে দেখ ,কথা কি রাখবি ! নাকি ,
ফিরে যাব ?সম্মতি চাই ,
নতুন বন্ধু ঠিক খুঁজে নেব…

মৌসুমী

লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন

একই সব নষ্ট       ফাঁদ আর হাসি       হিজিবিজি 
আসছি            নারীদিবসে           কোথায় 
সাত সাতটি বছর      ইচ্ছে             দুটি পাখি 
মা-র কালো মেয়ে      গল্প              উল্লাস 
তুমি              শুধু তুই             আমি 
চাহিদার বসবাস      শরীর-মন            রক্ত 
ফাঁদ আর হাসি      মরিবার তরে         কথা ছিল 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here