একলা তুমি; একলাই-তো চলতে হয়
রবি ঠাকুরের গান মনে করে
মনে মনে তা গাইতে হয়।
সাহস আসে ; একলা থাকার শক্তি
নিয়ে জীবন ঠিক এগিয়ে যায়।।
একলা তুমি অসুস্থ না।
মানসিক ভাবে বিপর্যস্ত নয়।
তবুও অনেক শুভাকাঙ্ক্ষীর
দৃষ্টিতে তুমি সুস্থ নয়।।
একলা হও; ক্লান্ত হও,
যখন কেউ মনে করিয়ে দেয়!!
ভেবে দেখ দেখি;
জীবনের কোন চরমে তুমি
একলা নও?
জন্ম- মৃত্যু-তে একলা তুমি,
সাফল্য তুমি একলা আনো ;
মস্তিস্ক একলা খাটে,
মন খারাপেও একলা যেন।।
প্রয়োজনের দুনিয়াতে
একলা তুমি ভিড়ের মাঝে
যন্ত্রণাতে মুখর বেলায়
একলা যেন জীবন সাঁঝে।
আশেপাশের ক্ষনিক ছোঁয়ায়,
আত্মা তোমার শান্ত সবুজ;
পরক্ষণেই নিজের মতে
সব বুঝেও বড্ড অবুঝ।।
একলা তুমি বড্ড কঠিন,
হার-মানার আর নেই যে ভয়;
সাবলম্বি তুমি একাকীত্বে
একাকীত্বে তোমার জয়।।
একলা তুমি রবি ঠাকুরে,
রবিঠাকুরই হয় সহায়।
রবি ঠাকুরের গান মনে করে
মনে মনে তাই গাইতে হয়।।
-কলমে মৌসুমী কুন্ডু
আরো লেখা পড়তে ক্লিক করুন একই সব নষ্ট ফাঁদ আর হাসি হিজিবিজি আসছি নারীদিবসে কোথায় সাত সাতটি বছর ইচ্ছে দুটি পাখি মা-র কালো মেয়ে গল্প উল্লাস তুমি শুধু তুই আমি চাহিদার বসবাস শরীর-মন রক্ত ফাঁদ আর হাসি মরিবার তরে কথা ছিল ইচ্ছেপূরণ তুমি-আমিতে সময়