একদিন
পুনরায়
রাজপথে
ফিরে যাবো
ঝড়দিন
জলদিন
দেখে।
তারপর
বরাবর
তোমাদের
সসাগর
ঢেউমাখা
নদীতটে
রেখে
ডাকনাম
জনহীন
লোকমুখে
নামহীন
সুবাসিত
আঘাটার
ঢেউ
ভুলে ফেলে
গেল যারা
সাঁঝবেলা
রাতবেলা
এইবেলা
তারা কেউ
কেউ
ঢেউয়ে ঢেউয়ে ভেসে ভেসে ফিরে আসে ঘাটে পুনরায়
জলের বহতা ডাকে–এ’নরকে ফের ফিরে আয়।
কবি উৎপল ত্রিবেদী : জন্ম-1953।শিক্ষা অর্থনীতিতে স্নাতকোত্তর ।কবিতা লেখা প্রায় আটচল্লিশ বছর যাবৎ।পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের প্রচুর পত্রিকা য় লেখা প্রকাশিত হয়েছে ।প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি।প্রকাশিত উপন্যাস একটি।
লেখকের আরো লেখা পড়তে ক্লিক করুন নৌকাডুবির-পর "আধেকলীনা, তুমি"