চোখ বুঝলেই দেখতে পারছি,
মহাপ্রভুর সেই গলি,
মনের কথা স্পষ্ট যেথায়
ইচ্ছেরা খেলে হোলি.
এগিয়ে চল ,একটু আগেই
আমার প্রিয় স্কুল.
দিদিরা যেখানে আজও রয়ে গেছে,
ফোটাতে নতুন ফুল.
হ্যাঁ , আরও একটু, এগিয়ে গেলেই
ওখানে পলুর বাড়ি
কত খুনসুঁটি, মনে রয়ে গেছে,
কত রাগ, ভাব আর আড়ি.
এই তো এবার পৌঁছে গেছি
নিজের পাড়ার বাঁকে.
ওই , আমার দোতলা বাড়িটা
রোজ হাতছানি দেয়, ডাকে.
দরজা খুলে মা আমার
অপেক্ষারত জানি,
এসে গেছি মা,সুদুর-বাসিনী
তোমার চোখের মনি…
মৌসুমী
[…] লেখা পড়তে ক্লিক করুন –> একই সব নষ্ট আসছি সাত সাতটি বছর মা-র কালো মেয়ে তুমি […]
[…] সব নষ্ট ফাঁদ আর হাসি হিজিবিজি আসছি নারীদিবসে কোথায় সাত সাতটি বছর […]
[…] সব নষ্ট ফাঁদ আর হাসি হিজিবিজি আসছি নারীদিবসে কোথায় সাত সাতটি বছর […]