Photo : ISASA School Finder
তুই আমার অনেকদিন পর
হঠাৎ ভালোলাগা,
তুই আমার স্মিতহাসি
দখিন খোলা হাওয়া.
তুই আমার তারুন্যের
কিছু অশান্ত ভাবনা,
তুই আমার হঠাৎ রাগ
আর অভিমানের কান্না.
তুই আমার বন্ধুত্ব
বয়স বাঁধন ভেঙে,
তুই আমার চিরনতুন
পলাশ ফুলে রেঙে.
আমাতে তোর রক্ত নেই,
আত্মার যোগাযোগ ,
সময় তোকে বদলে দিক,
তবু,
তোর ভালো হোক.

#মৌসুমী
#মন_ও_মৌসুমী
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941