দূরে সরে যাও,
আরো দূরে যাও তুমি
আমি ফিরে আসি,
ডাক দেয় বনভূমি ।
তুমি দ্রুতপদ
আমি চলি ধীরে ধীরে
দেখা হয়ে যায়
সুধাসাগরের তীরে।
তার পাশে পাশে
একলা বালিকা নদী
খেলে খেলে যায়
আর কেউ নিরবধি
বর্ষার মেঘ সেজে দূরে ডেকে যায়
নদীটি হারায় বাতাসের প্রতিভায়।
কবি উৎপল ত্রিবেদী : জন্ম-1953।শিক্ষা অর্থনীতিতে স্নাতকোত্তর ।কবিতা লেখা প্রায় আটচল্লিশ বছর যাবৎ।পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের প্রচুর পত্রিকা য় লেখা প্রকাশিত হয়েছে ।প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি।প্রকাশিত উপন্যাস একটি।
লেখকের আরো লেখা পড়তে ক্লিক করুন “নৌকাডুবির পর”
[…] লেখকের আরো লেখা পড়তে ক্লিক করুন "আধেকলীনা, তুমি" […]
দুটো কবিতা পড়লাম । আধেকলীনা আর নৌকাডুবির পর । কবিতা সবসময় শব্দ খরচ করতে দেয়না । এখন ফিরে ফিরে পড়ছি । কবিতা একলাও ত করে ! ❤❤🙏