অসীমতায়

জীবন যখন বিশ্বাসঘাতক _মৌসুমী কুন্ডু

0
1061
Photo @ M K Paul

পাথর চাপা বুক
কিঞ্চিৎ সংশয়ের সুখ
তাই নিয়ে ভাব ভাবনার
কঠিন দেওয়াল ভেঙে
চুরমার এর অবুঝ প্রত্যয়।

সব ঘটে যাচ্ছে কল্পনাতে ,
কলমে ,বাস্তবে তা
সম্পূর্ণরূপে অসমাপ্ত।

স্বপ্ন -প্রতিভা বেদনার রংধনু
মতো শুন্যে মিশছে
রূঢ় ব্যর্থ দীর্ঘশ্বাস
ক্রমশ ভারী করে চলেছে
এগিয়ে যাওয়ার পথ।

তবু সম্পর্ক আর টিপ্ টিপ্ করে
ধুকতে থাকা মৃদু যন্ত্রনা
বেঁচে থাকতে শেখায় ।

প্রতি মুহূর্তের আহত বিবেক
আত্মসম্মানের কাঁচ সম অবয়ব এ
ভাঙ্গন দেখে ,ভাঙে ,
আর অজুহাতের আশ্রয়ে খুঁজে
নেয় , আগামীর রসদ।

অসীমতায় আজ দুঃখ , শেষ নেই ,
শেষ নিঃশ্বাসে বুঝি সমাপ্তি ,
এই খোঁজ , এই প্রত্যয়।

—মৌসুমী

#মন_ও_মৌসুমী

 

অসীমতায় দুঃখ : CopyRight @ M K Paul, 17th September,2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here