Photo @Dissolve
একটি মেয়ে ছোট্ট পুতুল,
তুলতুলে দুই গাল।
একটি ছেলে, কথায় কথায়,
লজ্জায় মুখ লাল।
মেয়েটি কথার ফুলঝুরি,
ছেলেটি ভীষণ চুপ।
ছেলেটির রঙ শ্যামলা,
আর, মেয়েটি অপরূপ।
হেসে খেলে কাটছিলো দিন,
কিন্তু বিধি বাম।
মেয়েটি হঠাৎ হারিয়ে গেল,
মুছে গেল তার নাম।
ছেলেটি তাও বুকের মাঝে,
জাগিয়ে রেখে আশা।
লুকিয়ে রাখে মনের কোনে,
গোপন ভালোবাসা।
দিন যায়, মাস যায়,
বছর যায় ঘুরে।
স্মৃতি পটে আঁকা ছবি,
পাড়ি দেয় দূরে।
এমনি সময় হঠাৎ করে,
কোনো এক সন্ধ্যায়।
বহু বছর পরে হলো,
দেখা দুজনায়।
পুরাতন স্মৃতি উকি দিলো মনে,
কেটে গেল যত ভয়।
প্রাণ খুলে হাসে দোহে মিলি আজ,
হলো নব পরিচয়।
——অমিত মজুমদার

কবি অমিত মজুমদার, কলকাতা বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান শাখার একজন স্নাতকোত্তর, নিবাস কলকাতায়, জৈব সার ও জৈব উপকরণ প্রস্তুতকারক সংস্থায় কর্মরত। ছোট্ট থেকে কবিতা লেখা সখে বা কারোর অনুরোধে।
অমিত মজুমদার এর আরো লেখা পড়তে ক্লিক করুন ক্ষণিকের স্মৃতি দীন-ভিখারি
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941