বিষমে বিষমে আকর্ষণ
নেই কোথাও আপত্তি।
অথচ সমকামে ও সমমানে এতদিন
রাষ্ট্র দেখেছে বিপত্তি।
এও এক দলিত ইতিহাস।
ইতিহাসের আজ ক্ষমা চাওয়ার দিন।
সংজ্ঞা পাল্টে পঙ্গু দর্শনকেও
মেটাতে হবে বকেয়া-ঋন।
রামধনু আজ মুক্ত।
মুক্ত ভিক্টোরিয়ান মোরালিটির লাশটাকে
বয়ে বেড়ানোর দায় থেকে।
সময় এভাবেই সময়ের কাছে
সংশোধনের পাঠ শেখে।
ঘন বাদলের গম্ভীর আকাশেও
আজ রামধনুর স্বীকৃতি।
সুস্হ হোক তাঁরাও
যাদের মন-মস্তিষ্কে
ভিক্টোরিয়ান বিকৃতি।
কৃষ্ণ বর্মন….
এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন শবযাত্রা কেরল-তুমি-ভাবালে অটল বুভুক্ষু-স্বাধীনতা ক্ষুদিরামের-জন্ম এখনো-বাকি-নাগাসাকি বাইশে-শ্রাবণ কেন-রে-মেয়ে নারী-তুমি-প্রমান-দাও