স্বীকৃতি

যে রামধনুরা খোলা আকাশ পেল তাঁদের জন্য....

0
1529
bengali.oneindia.com

বিষমে বিষমে আকর্ষণ
নেই কোথাও আপত্তি।
অথচ সমকামে ও সমমানে এতদিন
রাষ্ট্র দেখেছে বিপত্তি।
এও এক দলিত ইতিহাস।
ইতিহাসের আজ ক্ষমা চাওয়ার দিন।
সংজ্ঞা পাল্টে পঙ্গু দর্শনকেও
মেটাতে হবে বকেয়া-ঋন।

রামধনু আজ মুক্ত।
মুক্ত ভিক্টোরিয়ান মোরালিটির লাশটাকে
বয়ে বেড়ানোর দায় থেকে।
সময় এভাবেই সময়ের কাছে
সংশোধনের পাঠ শেখে।
ঘন বাদলের গম্ভীর আকাশেও
আজ রামধনুর স্বীকৃতি।
সুস্হ হোক তাঁরাও
যাদের মন-মস্তিষ্কে
ভিক্টোরিয়ান বিকৃতি।

 

 

Poet Krishna Barman

কৃষ্ণ বর্মন….

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here