স্বাধীনতার একাকীত্ব

স্বাধীনতার একাকীত্ব_প্রবীর ভদ্র_মন ও মৌসুমী

1
2609
Photo CopyRight @ http://www.teluguquotez.in
আজ সেই দিন ,
অনেক রক্তের বিনিময়ে
পাওয়া তোমার আমার
নিশ্চিন্ত স্বাধীনতা!
যেখানে কোনো দায়বদ্ধতা নেই
নেই কোনো কর্তব‍্যের তাড়না!
আছে শুধু নিয়মিত পালনের বাধ‍্যতা।
কিছু কথার অবতারণা, পতাকা
উত্তোলন,গন‍্যমান‍্য ব‍্যক্তিদের
গালভরা সহাস্য একঘেয়েমি,তার পর সবকিছু ভুলে যাওয়া
রক্ত ঝরার কথা,
অসংখ্য মানুষের আত্মত‍্যগের
মর্মান্তিক ইতিহাস গল্প হয়ে গেছে।আজকের দিনটা বড়ো সুখের দিন!
দুপুরে সুখাদ‍্যের ঘ্রাণ!
রাতে স্বাধীনতার জলসা!

আমরা বেঁচে আছি
বড়ো উদাসীন ভাবে,
আমরা ফুরিয়ে ফেলেছি
আমাদের দেশাত্ববোধ
তাই আমরা জীবন্মৃত।

আমরা একটা নিশ্চিন্ত স্বাধীনতা
পেয়েছি!
আমাদের একার।
প্রতিবাদহীন নিরাসক্ত ভীষণ
নিরাপদ একটা স্বাধীনতা!
অনেক দিন ধরে
সেই স্বাধীনতা পালিত হচ্ছে
বিতর্কিত প্রতিবাদীদের মৃত্যু হয়েছে
আবার আমরা সুখী গৃহকোণে
নিশ্চিত নিদ্রায় শায়িত হয়েছি।

এখন তাই স্বাধীনতা তুমি শুধু
সুখের উল্লাসে উল্লসিত স্বাধীনতা!
প্রতিবাদের রক্ত এখন
জমাট বেঁধে গেছে।

তাই তুমি নিরর্থক স্বার্থপর
একাকীত্বের স্বাধীনতা।।

 

—প্রবীর ভদ্র

Poet Prabir Bhadra

প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”

 

 

 

প্রবীর ভদ্র এর আরো লেখা পড়তে ক্লিক করুন স্বাধীনতা-যখন-পণ্য ফাউন্টেন-পেন লজ্জা

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here