“বোধোদয়” পরের কথা
হয়নি “বর্ণপরিচয়”
বিদ্যা বুদ্ধির জলাঞ্জলী
নিত্য অবক্ষয়।
বিদ্বজনরা বাধ্য হয়ে
বিদ্যা বিক্রী করে
কলরবের ক্ষীপ্র দিনে
নীরব থাকে ঘরে।
তোমার নারী নিগৃহীত
নগ্ন দৃষ্টির চোখে
তোমাকে সৌধে গড়ে
রাষ্ট্র মিথ্যা শোকে।
পঙ্গু এই সমাজটাতে
বিদ্যা বুদ্ধি অচল
তবু অবিচল চেতনায়
আজো তুমি সচল।
(পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য)
Ishwar Chandra Vidyasagar
[…] এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন "পূজোর-গন্ধ" "সচল-বিদ্যাসাগর" "সেই-কথাগুলি-আর-বলি-না" "সাম্য" "স্বীকৃতি" "শবযাত্রা" "কেরল-তুমি-ভাবালে" "অটল" "বুভুক্ষু-স্বাধীনতা" "ক্ষুদিরামের-জন্ম" "এখনো-বাকি-নাগাসাকি" "বাইশে-শ্রাবণ" "কেন-রে-মেয়ে" "নারী-তুমি-প্রমান-দাও" […]