মেনে নিলাম

0
1267
KISSPNG

নদীতে বান আসে ,আসুক,
আকাশ জুড়ে মেঘ,
প্রবল ঝড়ের মাতাল হাওয়ায়
এবার কিছু শেখ।

কথার বন্যায় ভেসে যেদিন
আবার ফিরে ছিলাম ,
ভেবেছিলাম এবার বোধহয়
সখি-র দেখা পেলাম।

বুক ভাঙছে ধীরে ধীরে ,
যেমন তাসের ঘর ;
সত্যি বলছি ভাবিনি রে
আবার উঠবে ঝড়।

চেষ্টা কি করিনি?
বাঁচাতে সব কিছু?
অভিমান-ভয়-রাগ-সঙ্কোচ,
ছাড়ছে না যে পিছু।

নতুন কথা “আতঙ্ক” (এও )
ছিল শব্দকোষে;
হাত জুড়লাম , নতজানু ,
কান্না অবশেষে।

হয়তো আমার প্রয়োজন
এটুকুতেই ইতি ;
আমিও সই মেনে নিলাম
(আমার ) সব  দোষ ত্রূটি।

*******************************************************************                                                          মৌসুমী
*******************************************************************

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here