শরীর জ্বলুক; মন যেখানে শুধু জোড়াতালি।
প্রেম যেখানে দ্বায়িত্বশীল;আর মুখময় সব কালি।
মুখের আর দোষ কি বল, মুখ যে মনের ছাপ ,
যতই কথা লুকোস মন , মিথ্যে বলা পাপ ।
কি যেন ভাঙছে; পাথর নাকি; বুক?
মুচকি হাসির আড়ালে, চলছে জোর চাবুক।
চলছে চলুক , ভাঙছে ভাঙুক ,হোঁচট এল বলে,
পেছন ফিরে দেখার সময়, নেই কেউ আর দলে।
ভালো আমি বাসিনা তোকে,এ অপ্রিয় সত্য .
ভালো আর মন্দ মিলে , সব আজ ব্যক্ত।
বলছে মন ফিরতে চাই, মনে আজ ফাগুন ,
তোকে পুড়িয়ে ছাই করবে, এমনই সেই আগুন ।
—মৌসুমী
#মন_ও_মৌসুমী
আরো লেখা পড়তে ক্লিক করুন একই সব নষ্ট ফাঁদ আর হাসি হিজিবিজি আসছি নারীদিবসে কোথায় সাত সাতটি বছর ইচ্ছে দুটি পাখি মা-র কালো মেয়ে গল্প উল্লাস তুমি শুধু তুই আমি চাহিদার বসবাস শরীর-মন রক্ত ফাঁদ আর হাসি মরিবার তরে কথা ছিল ইচ্ছেপূরণ তুমি-আমিতে সময় মরিবার তরে : CopyRight @ M K Paul, August,2018