মরিবার তরে

1
1480
শরীর জ্বলুক; মন যেখানে শুধু জোড়াতালি।
প্রেম যেখানে দ্বায়িত্বশীল;আর মুখময় সব কালি।
মুখের আর দোষ কি বল, মুখ যে মনের ছাপ ,
যতই কথা লুকোস মন , মিথ্যে বলা পাপ ।
কি যেন ভাঙছে; পাথর নাকি; বুক?
মুচকি হাসির আড়ালে, চলছে জোর  চাবুক।
চলছে চলুক , ভাঙছে ভাঙুক ,হোঁচট এল বলে,
পেছন ফিরে দেখার সময়, নেই কেউ আর দলে।
ভালো আমি বাসিনা তোকে,এ অপ্রিয় সত্য .
ভালো আর মন্দ মিলে , সব আজ ব্যক্ত​।
বলছে মন ফিরতে চাই, মনে আজ ফাগুন ,
তোকে পুড়িয়ে ছাই করবে, এমন সে আগুন ।

 

CopyRight@M K Paul,15 Nov,2016, All Right Reserved

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here