ভালোবাসি

0
1441
Photo : M K Paul

আমি ছিলাম আমার ভাবনাতে ,তুমিও
বোধহয় ছিলে আপন কোনো দেশে।
মিল ছিলনা কোথাও তবু ,ভাগ্য
লিখন করল ” গুরু ” হেসে।

তবে থেকেই,

তোমার সাথে ব্যস্ত আমার জীবন ,
তুমি যেন অটুট কোনো বাঁধন।
হারিয়ে যাওয়ার মাঝে ,সব কিছু পাওয়া ;
তোমায় ছাড়া ভাবনারা সব ,
যেন  নিঃস্ব হয়ে যাওয়া।

তুমি আমার চাঁদের আলো , দূরে থাকুক দাগ
ভালোবাসার জগৎটাতে ষোলোআনার ভাগ।
(মোদের ) ভাবনারা সব উল্টো হাঁটে ,যেমন দুই মেরু
হৃদয় বাপু গাঁট বেঁধেছে, অল্পতেই ভীরু।

অনেক সময় ভাবি; বসি তোমার পাশে ,
হাতটা ধরে বলি মনের  কথা ;
হাজার ঝগড়া হাজার অভিমানেও
তুমি আমার দামী বুকের ব্যাথা।

 

Mousumi Kundu Paul

মৌসুমী
#মন_ও_মৌসুমী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here