ভালবাসার মত ভালবাসতে গেলে
ভালবাসাটাও ভালো করে শিখতে হয়।
ভালবাসা তো আপন নিয়মেই ঝর্না হবে।
তাঁকে নদীর খাতে প্রবাহিত করার দায় যে
ভালবাসার মানুষেরই থেকে যায়।
ভালবাসা কবে কোন দিন নুইয়ে পড়া ঝুঁকে পড়া গুল্ম
কিংবা পরগাছা বীরুৎ হয়েছে?
পর্বতের শিখর বরাবর ঋজু মেরুদন্ডের মত
সদা উর্ধ্বমুখী উড্ডীয়মান থাকাই
ভালবাসার ভাল থাকার রসায়ন।
আকাশের বুকে জমে থাকা মেঘের মন খারাপ নয়
সাগর কিংবা মাটিকে আলিঙ্গনের জন্য
ঝমঝম করে ঝড়ে পড়া বৃষ্টির
আহ্লাদী আবেগই আসলে আসল ভালবাসা।
এই সব ভালবাসাকে ভাল করে বুঝতে হয়,
বোঝাতেও হয়।
না বুঝতে পারলে বোঝার কৌশলটা শিখে নিতে হয়।
ভালবাসাই পারে ভাল থাকতে
আর ভালো রাখতে।
ভালবাসাটা তাই শুধুই এলোমেলো অনুভূতি নয়।
ভালবাসাকেও যত্ন করতে হয়,
সময়ে অসময়ে গুছিয়ে রাখতে হয়।
ভালবাসার মত ভালবাসতে গেলে তাই
ভালবাসাটাও শিখতে হয়।
©কৃষ্ণ বর্মন (পলতা,ওয়েস্ট বেঙ্গল )