তেমন কিছু করেছি;
অনেক স্মৃতিমন্থনেও মনে পরে না শেষে।
তবে কেন এমন হলো;এমনই হয় ;
যতবার কেউ মনের কাছ ঘেষে।।
প্রতিবারের মতো এবারও ছিলাম সজাগ
পাহারায় প্রাচীর তুলেছিলাম দৃঢ় সতর্কতার
তবুও এবার মনের অবচেতনে
হারাল সব; উঠল হাহাকার ।।
জীবন কঠিন; উত্থাল পাত্থাল সব;
সাপশিড়ি আর কিছু লুকিয়ে থাকা সাপ;
এদিক বাঁকে যাদের সাথে দেখা,ওদিক বাঁকে
তাদের চেনা শক্ত বড়,মনের বিশাল ফাঁক।
মন ভাঙে, বিশ্বাস-তো বটেই
তবে মানুষ নয়; তুমিই এবার কাঠগড়ায়
বিচার চাই না; শক্তি চাই হে প্রভু,
এ বিপদে; তোমাতে, বিশ্বাস না হারায়।
–—মৌসুমী
বিশ্বাস : Copyright @ M K Paul; September,2018