বিরুদ্ধ

2
1859

কীবোর্ড এর সব বর্ণ যখন ঝাপসা ,
যখন জানলার ফাঁক দিয়ে সবুজ পাতার
থেকে গ্রিলের ধূসর রং বেশি গাঢ় ,
যখন অনর্গল কথার মাঝে মাথা
থেকে মন অবধি কোনো শব্দ পৌঁছায়না ,
তখন বোধহয় জীবনের অন্য
অধ্যায়ের সূচনা হয় ,
সূচনা হয় চাপা স্বভাবের , যা
স্বভাব -বিরুদ্ধ ,যা জীবন বিরুদ্ধ।

বিরুদ্ধ আর বিরোধিতার মধ্যন্তরে
পিষে যাওয়া স্ব-চেতনা , স্ব-ভিমান
ভাবনা মুখর পর্যায়ে প্রাণে বাঁচে বটে ,
মন – মমতা -স্নেহ -ভালোবাসারা
ইতিমধ্যে উল্টো পথে বেছে নেয়
আত্ম হননের , মৃত হয়েও
জীবনকে খুঁজে নেওয়ার এক অন্তিম
অভিপ্রায়ে , শেষ প্রচেষ্টায়।

সব কিছু মধ্যে চলে , কিছু পরিবর্তন ,
সবার অলক্ষ্যে , যুদ্ধ – নিজ বিরুদ্ধ।

 

মৌসুমী

 

 

 

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here